সামাজিক টিভির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ
সামাজিক টিভি নিউজ : প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে পাঁচ ঘন্টা আটকে রেখে নির্যাতনের ঘটনায় সামাজিক টিভির পক্ষ থেকে তিব্র নিন্দা ও প্রতিবাদ জা্নানো হয়। মঙ্গলবার (১৮ মে) দুপুরে সামাজিক টিভি প্রধান সম্পাদক শাহজাহান স্বপন স্মাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবী করেন। মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি না দিলে আগামী ১৯ মে পর সম্মুখে প্রতিবাদ সভা ও মানববন্ধন করা হবে বলে আলটিমেটাম দেন। বিজ্ঞপ্তিতে আরো বলা হয় এই ঘটনায় স্বাস্থ্য মন্ত্রনালয় কর্মকর্তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে প্রতিবাদ অব্যহত থাকবে।