নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত একটি গণসংযোগ কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীরা বাধা দেয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (তারিখ উল্লেখ করুন) দুপুরে গহরদী এলাকার বাদশাবাড়ির সামনে রাস্তার উপর জামায়াতের নারায়ণগঞ্জ জেলা শাখার সমাজকল্যাণ সম্পাদক ইলিয়াস মোল্লার নেতৃত্বে গণসংযোগ চলাকালে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম শিকারীর নেতৃত্বে ১৮-২০ জন বিএনপি নেতাকর্মী সেখানে উপস্থিত হয়ে কর্মসূচিতে বাধা প্রদান করেন বলে জামায়াত নেতাকর্মীরা অভিযোগ করেন।
বাধা প্রদানের সময় উভয়পক্ষের মধ্যে তর্কাতর্কি, হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ ঘটনায় জামায়াতের কর্মী হাফেজ মাওলানা মাহবুব (৩৭), পিতা: হাফেজ সিরাজুল ইসলাম, সাং: গহরদী, থানা: আড়াইহাজার, জেলা: নারায়ণগঞ্জ আহত হন।
সংবাদ পেয়ে আড়াইহাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে জামায়াতের নেতা-কর্মীরা আহত মাহবুবকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার বিষয়ে স্থানীয় রাজনৈতিক নেতারা কোনো আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।